• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়ার নৌ-ড্রোন হামলায় ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবির দাবি

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পি.এম.
ইউক্রেন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ছবি: সংগৃহীত

রাশিয়া দাবি করেছে, নৌ-ড্রোন হামলায় ইউক্রেনের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিম্ফারোপোল’ নামে জাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে।

তবে ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো জাহাজে হামলার খবর প্রকাশ করলেও নাম উল্লেখ করেনি। ইউক্রেন নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এতে এক ক্রু নিহত, কয়েকজন আহত এবং কিছু ক্রু নিখোঁজ রয়েছেন। তবে জাহাজ ডুবির বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্ম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা চলছে।

এটাই প্রথমবার, রাশিয়া নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোনো যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে।

সিম্ফারোপোল যুদ্ধজাহাজ

  • এটি একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ।
  • প্রজেক্ট ‘লাগুনা’র আওতায় নির্মিত।
  • রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে ৫০২ইম ট্রলার প্রকল্পে তৈরি।
  • ২০১৯ সালে পানিতে নামানো হয়, ২০২১ সালে নৌবাহিনীর সেবায় যুক্ত হয়।
  • মূলত গোয়েন্দা নজরদারি চালানো এবং নৌ-অভিযানকে সহায়তা করাই এর প্রধান কাজ।

এদিকে বুধবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশ জানিয়েছে, শান্তি আলোচনার নামে রাশিয়া ‘ফাজলামি’ করছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াই লাখ টন জঞ্জালের চাপে ধুঁকছে গাজা
আড়াই লাখ টন জঞ্জালের চাপে ধুঁকছে গাজা
জ্যামাইকায় ধেয়ে আসছে ক্যাটাগরি–৫ হারিকেন মেলিসা
জ্যামাইকায় ধেয়ে আসছে ক্যাটাগরি–৫ হারিকেন মেলিসা
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ