• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাজ্য সরকার। ফেরত পাঠানোদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বিশেষ চার্টার ফ্লাইট HFM851 ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়-ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় রাত ৯টায় স্ট্যানস্টেড থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেয় এবং সেখান থেকে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

হাইকমিশনের কনসুলার শাখা এসব অভিবাসীর দেশে ফেরত পাঠানোর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তাদের মধ্যে রয়েছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। তালিকায় নারী অভিবাসীও আছেন।

ট্রাভেল পারমিট পর্যালোচনায় দেখা গেছে, ফেরত আসা ১৫ জনের মধ্যে ৬ জনের কোনো পেশা উল্লেখ নেই। বাকিদের মধ্যে কেউ ওয়েটার হিসেবে কাজ করছিলেন, কেউ শিক্ষার্থী ছিলেন।

যুক্তরাজ্য সরকার অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফেরেন না। যুক্তরাজ্য তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এবার ফেরত পাঠানো তারই অংশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
‘মাফিয়া আউট’ স্লোগানে উত্তাল বুলগেরিয়ার রাজপথ
‘মাফিয়া আউট’ স্লোগানে উত্তাল বুলগেরিয়ার রাজপথ
মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলা: নিহত ৩১, আহত ৬৮
মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলা: নিহত ৩১, আহত ৬৮