• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিহারে ভোটার তালিকায় বিদেশিদের নাম, ৩ লাখকে নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ১২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের নাগরিকদের নামও ভোটার তালিকায় রয়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)।

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের সময় এ ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। তারা ভোটার তালিকার সঙ্গে জমা দেওয়া পরিচয়পত্র মিলিয়ে যাচাইয়ের পর এই তথ্য পান।

এক কর্মকর্তা জানান, “১ থেকে ৩০ আগস্টের মধ্যে যাচাই সম্পন্ন হবে। যারা অনুপযুক্ত বলে প্রমাণিত হবেন, তাদের নাম ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

নির্বাচন কর্মকর্তাদের মাঠপর্যায়ের কর্মীরা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন। তারা জানিয়েছেন, নেপাল, বাংলাদেশ ও মিয়ানমারের অনেক মানুষ ভোটার তালিকায় প্রবেশ করেছেন। এরা আধার কার্ড, বাসস্থানের সনদ, রেশন কার্ডসহ সরকারি নথি সংগ্রহ করে ভোটার হিসেবে নাম তুলতে সক্ষম হয়েছেন।

নোটিশপ্রাপ্তদের সাত দিনের মধ্যে হাজির হয়ে তথ্য প্রমাণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১,৯৫,৮০২ জন ভোটার অন্তর্ভুক্তি বা নাম বাতিলের আবেদন করেছেন, যার মধ্যে ২৪,৯৯১টি আবেদন নিষ্পত্তি হয়েছে। কতটি নতুন অন্তর্ভুক্তি আর কতটি বাতিলের জন্য এসেছে, তা এখনও জানায়নি ইসিআই।

বিহারের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তিনটি এবং সিপিআই (এমএল) ৭৯টি আবেদন করেছে। তবে বিজেপি, কংগ্রেসসহ অন্য কোনো জাতীয় বা আঞ্চলিক দল আপত্তি জানায়নি। আবেদন করার সময়সীমা শেষ হতে আরও তিন দিন বাকি।

খসড়া ভোটার তালিকা ১ আগস্ট প্রকাশিত হয় এবং ২৪ জুন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। বিহারের ৭ কোটি ২৪ লাখ ভোটারের মধ্যে ৯৯.১১ শতাংশের নথি যাচাই শেষ হয়েছে। ২৪ জুন থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৯৮.২ শতাংশ ভোটার নথি জমা দিয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আধার কার্ডসহ ১২ ধরনের সরকারি নথি গ্রহণের নির্দেশ দিয়েছে। কমিশন আদালতের কাছে চলমান যাচাই প্রক্রিয়ার ওপর আস্থা রাখার অনুরোধ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫
পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলল হোয়াইট হাউস
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলল হোয়াইট হাউস
গাজায় ১ দিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২,৯০০
গাজায় ১ দিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২,৯০০