• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করছে : সাকি

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পি.এম.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু সংস্কার ও বিচারকে এগিয়ে নিতেই সুষ্ঠু ভোট দরকার। বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে দেশের জাতীয় স্বার্থ। গণতন্ত্র উত্তরণের জন্য সবারই ভোটের গুরুত্ব উপলব্ধি করা উচিত।

শুক্রবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর সেজন্য আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য। স্বৈরাচারের পতন হলেও এখনও ফ্যাসিস্ট ব্যবস্থাপনার বিদায় হয়নি ।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন এখন আমাদের প্রধান অগ্রাধিকার। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি এবি পার্টির
জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি এবি পার্টির
নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে : মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে : মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই: রাশেদ প্রধান
জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই: রাশেদ প্রধান