টপ নিউজ
অনেকেই আমাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন : মাসুদ কামাল
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৫, ০৮:২২ পি.এম.


ছবি: সংগৃহীত
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, জুলাই বাহিনীর নামে অনেকেই আমাকে এবং আমাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। জুলাই বাহিনীকে আমি তাদের বলতে চাই, আমাদেরকে স্বৈরাচারের দোসর বলার আগে আওয়ামী লীগের ১৫ বছর আপনারা কী করেছেন আর আমি কী করেছি তার একটা তালিকা করেন।
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, ‘আমরা ঝুঁকি নিয়ে এই দেশে থেকে শেখ হাসিনার সমালোচনা করেছি। তাদের অন্যায়গুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো দেখেন। ভিডিওগুলো এখনো আছে। তারপর কথা বলেন।
তিনি বলেন, ‘জীবনে একদিনও আওয়ামী লীগ না করার পরও আমাদের স্বৈরাচারের দোসর বলা হচ্ছে।’
ভিওডি বাংলা/ এমএইচ