• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের ব্যারিকেড ভেঙে জাপা কার্যালয়ের সামনে জিওপি

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

পুলিশের ব্যারিকেড ভেঙে মশাল মিছিল নিয়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক দফায় সংঘর্ষের পর এদিন রাত সোয়া ৮টার দিকে মশাল মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে যান জিওপির নেতাকর্মীরা।

এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে জাপা কার্যালয়ের দিকে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। পাশাপাশি জাপা কার্যালয়ের সামনে থাকা দলটির নেতাকর্মীদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

অপর প্রান্ত থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন জাপা নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়নগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষই দুই দিক থেকে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। 

ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন