• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরে বিশেষ অভিযান ১২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ১১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতির মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত কয়েকজন।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আসিফ ওরফে কান্তা (২৩), আব্দুল মান্নান (২০), মোমিন (২০), রাসেল (২২), মিরাজ (২৮), জাহাঙ্গির আলম (৭৬), নয়নমনি (২৭), শাকিল (৩২), রুবেল (৩১), আমান উল্লাহ (৫৮), ইয়ামিন হাসান রিদয় (২২) ও ইয়াসিন হোসেন সাগর (২০)।

গ্রেপ্তারদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা