• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা রাজধানীর কাকরাইলে সভাপতিত্বকারী নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে মশাল মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে শেষ হয়।

মিছিলে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন জাকির মুন্সি, লিটন মাতব্বর, রেজা মাহমুদ, মোহাম্মদ রাসেল ও আবুল হোসেন।

বক্তারা অভিযোগ করেন, “সেনাবাহিনী ও পুলিশ নুরের ওপর অপ্রত্যাশিত হামলা চালিয়েছে। ২০১৮ সালে তিনি কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে যে ভূমিকা রেখেছিলেন, তা এখনও স্মরণীয়। কিন্তু আজও বিভিন্ন বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দল দেশে দমন-পীড়ন চালাচ্ছে।”

তারা জাতীয় পার্টির কার্যক্রম সাত ঘণ্টার মধ্যে নিষিদ্ধ এবং জিএম কাদেরের গ্রেপ্তারের দাবি জানান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিপি পদে নারী শিক্ষার্থী
রাজশাহীর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিপি পদে নারী শিক্ষার্থী
পাগলা মসজিদের দানবাক্সের ৩২ বস্তা টাকার গণনা চলছে
পাগলা মসজিদের দানবাক্সের ৩২ বস্তা টাকার গণনা চলছে
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন