• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুরের শারীরিক অবস্থা শঙ্কাজনক: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ১২:৩৮ পি.এম.
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-ছবি সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, “নুরের শরীরে সোডিয়ামের মাত্রা সাধারণের তুলনায় কম। যদি এটি না বাড়ানো যায়, তিনি আরও ঝুঁকিতে পড়বেন এবং তখন আলাদা চিকিৎসা ব্যবস্থা নিতে হবে।”

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম বলেন, “নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নাকের হাড় ভেঙে গেছে এবং ডান চোখে দেখতে পারছেন না। তিনি স্বাভাবিকভাবে কখন চলাচল করতে পারবেন তা বলা যাচ্ছে না।” তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান।

এঘটনা ঘটেছে শুক্রবার রাত ৯টার দিকে বিজয়নগরের আল রাজী টাওয়ার এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের সময়। নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন। আহত নুরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ ও বুক রক্তে ভিজে গেছে এবং নাক ফেটে গেছে। তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন