• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভরা মৌসুমেও পদ্মা-মেঘনায় ইলিশ সংকট

শরীয়তপুর প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পদ্মা ও মেঘনা নদীতে ভরা মৌসুমেও জেলেদের কাঙ্ক্ষিত ইলিশ দেখা মেলছে না। দিনরাত নদীতে জাল ফেলে শিকার করলেও জেলেদের জ্বালানি খরচও উঠছে না। এ কারণে তাদের পরিবার-পরিজন কষ্টে দিন কাটাচ্ছে। ইলিশ সংকটের প্রভাব পড়েছে নদী তীরবর্তী আড়তগুলোতেও, যেখানে ব্যবসা-ব্যবসায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

মৎস্য বিভাগ বলেছে, নদীতে চর জেগে ওঠা, তলদেশে খাদ্য সংকট ও পানি দূষণসহ অন্যান্য কারণে এই বছর ইলিশের সংখ্যা কমে গেছে। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম চলে, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর। আশ্বিনের ভরা পূর্ণিমার সময় মা ইলিশ সাগরে ডিম ছাড়ে, তখন মাছের পরিমাণ সবচেয়ে বেশি থাকে।

শরীয়তপুরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারাদিন নদীতে জাল ফেলার পর মাত্র কয়েকটি ইলিশ ধরা পড়ছে। এতে জেলেদের খরচ উঠছে না, ঋণের বোঝাও বাড়ছে। জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাটের জেলেরা জানিয়েছে, নদীতে ইলিশের অভাবে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।  

আড়তদারদের তথ্য অনুযায়ী, আগে এক কেজি ইলিশের দাম ছিল প্রায় ১,৫০০ টাকা। এখন দাম বৃদ্ধি পেয়ে ২,৫০০–৩,০০০ টাকায় পৌঁছেছে। নদী তীরবর্তী আড়তগুলোতেও ক্রেতার আগমন কমে গেছে।

শরীয়তপুর জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, নড়িয়ার সুরেশ্বর থেকে গোসাইরহাটের কোদালপুর পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা ইলিশের জন্য বিশেষভাবে পরিচিত। জেলায় ২৯,৩৬৭ জন মৎস্যজীবী রয়েছেন। জেলায় মাছের চাহিদা ২৭,৩১৩ মেট্রিক টন হলেও উৎপাদন হয় ৩০,১৯২ মেট্রিক টন, যা ২,৮৭৯ মেট্রিক টন উদ্বৃত্ত ছাড়ে।

বছরে দুইবার, জাটকা ও মা ইলিশ সংরক্ষণ সময়ে, ৭,১৫০ জন জেলে পরিবারকে মাসে ৪০ কেজি খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়া বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণও প্রদান করা হয়।

জেলেরা জানিয়েছেন, এ বছর ইলিশ ধরা পড়ছে অত্যন্ত কম। গত বছরের তুলনায় নদীতে ইলিশ পাওয়ার হার কমেছে, তাই আয়ের অভাব দেখা দিয়েছে। অনেক জেলে মাছ ধরতে না গিয়ে অন্য কাজে যাচ্ছেন।

শরীয়তপুর জেলা (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, নদীতে ইলিশ সংকট থাকলেও মা ইলিশ সংরক্ষণ সময়সূচি অনুযায়ী নদীতে পর্যাপ্ত ইলিশ আসবে। দূষণ ও নাব্যতার কারণে প্রজনন মৌসুমে মা ইলিশের উৎপাদন কমছে, যা সংকটের অন্যতম কারণ। তবে এখনও আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ইলিশ শিকারের জন্য যথেষ্ট মাছ নদীতে আসবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ
গৌরীপুরে জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ
শেখেরখীল ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শেখেরখীল ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত