ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের অভিভাবক সমাবেশ


কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার ৩০ আগস্ট দুপুরে ফুলবাড়ী উপজেলার ডিগ্রী কলেজ রোডে ক্যাডেট কেয়ার চত্ত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রভাষক সুজন আলী সঞ্চালনায় অভিভাবক সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওঃ মোঃ আব্দুল মালেক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডের উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকা হোসনে আরা বেবী, ক্যাডেট কেয়ারের উপদেষ্টা সৈয়দ আবিদুর রহমান সোহাগ,প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ারুল কবির ও সাজু মিয়া,শিক্ষক আইয়ুব আলী তোতা, মেহেদী হাসান, শিক্ষার্থী ইউনুছ আহাম্মেদ ইমন, ওয়াইজা আবতি অহনাসহ আরো অনেকে।সমাবেশ শেষে বিভিন্ন শ্রেণির ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এ সময় বক্তারা জানান,২০২৪ সালে প্রতিষ্ঠিত হলেও এক বছরে ফুলবাড়ী ক্যাডেট কেয়ার ব্যাপক সফলতা অর্জন করেছে, ক্যাডেট ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফুলবাড়ীতে সর্বপ্রথম এ ধরণের প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।সেই সঙ্গে ফুলবাড়ীর ক্যাডেটে ভর্তি শিক্ষার্থীদের অভিভাবকগণকে এগিয়ে আসার আহবান জানান।
শিক্ষার্থীরা জানান,বন্ধু বান্ধবের কাছ থেকে এই কোচিং এর সুনাম শুনে ভর্তি হয়েছি, এখন আমি অনেক কিছু জানতে পেরেছি যা আমার ক্যাডেটে ভর্তির স্বপ্ন পূরণ করতে সহায়ক হবে।
ভিওডি বাংলা/ এমএইচ