শেখেরখীল ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল চারটায় আয়োজিত এ কর্মী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, সারাবান তাহুরা ফেরদৌসী কলি, সভাপতি বাঁশখালী উপজেলা মহিলা দল ও সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দল।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, শেখ ফজলুল কবির চৌধুরী মেহেদী, সাবেক আহ্বায়ক, শেখেরখীল ইউনিয়ন বিএনপি বলেন—
“ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আপনারা আজকে এ সমাবেশে উপস্থিত হয়েছেন। এজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন তাকেই ভোট দিবেন। কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, অথচ তারা কখনও মানুষের পাশে ছিল না।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে বারবার ভোট দিয়েছেন, কিন্তু স্বৈরাচার সরকার আমাকে চেয়ারম্যান হতে দেয়নি। তবুও আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ফ্যাসিস্ট সরকার আমাকে দুইবার মিথ্যা মামলায় নির্যাতন করেছে। সামনে বিএনপি ক্ষমতায় আসবে কোন শক্তি ষড়যন্ত্র আটকিয়ে রাখতে পারবে না আপনারা ধানের শীষে ভোট দিবেন। আমি চেয়ারম্যান হলে পাহাড়ি ঢলের পানির জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেব। রাস্তাঘাটের বেহাল দশাও দ্রুত সমাধান করা হবে।”
এছাড়া সম্মেলনে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস ছবুর, সাবেক আহ্বায়ক, পুইছড়ি ইউনিয়ন বিএনপি! বোরহান উদ্দীন চৌধুরী মিজান, সাবেক আহ্বায়ক, ছনুয়া ইউনিয়ন বিএনপি!
ডা. ইউনুছ, সাবেক আহ্বায়ক, শীলকূপ ইউনিয়ন বিএনপি! মাওলানা জাকেরিয়া বিন হাবিব, সাবেক আহ্বায়ক, চাম্বল ইউনিয়ন বিএনপি! ফরিদুল আলম রানা, সাবেক আহ্বায়ক, গন্ডামারা ইউনিয়ন বিএনপি! আব্দুল খালেক, সাবেক সদস্য সচিব, শেখেরখীল ইউনিয়ন বিএনপি! আব্দুল হান্নান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম কলেজ ছাত্রদল ও সংগঠক, বাঁশখালী উপজেলা যুবদল।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইয়াসমিন আক্তার, নারগিছ আক্তার, হাবছা বেগম, সানা বেগম, সেতু আক্তার, কাওছার বেগম, আইসা বেগম, পারভিন আক্তার, কহিনুর আক্তার, জুলেকা বেগম, কাসেফা বেগম, ফেরদৌসি সোলতানা প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ