সাত বছর পর মোদির চীন সফর


দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুই দিনের সফর শেষে শনিবার (৩০ আগস্ট) তিনি চীনের তিয়ানজিনে পৌঁছান। বিমানবন্দরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মোদি এবার অংশ নিচ্ছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। সফরে মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলাদা বৈঠক করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে সীমান্ত ইস্যু প্রাধান্য পাবে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে উভয় দেশ। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করে সীমান্ত দ্বন্দ্ব নিরসনে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেন।
এ সফরে আরও আলোচনায় আসবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যু। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
জাপান সফরে মোদি বলেন, “চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এটি আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
গত বছর রাশিয়ার কাজানে সর্বশেষ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। এবার তিয়ানজিনে তাদের আলোচনায় আঞ্চলিক ভূরাজনীতির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/ আরিফ