বাঁশখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


চট্টগ্রামের বাঁশখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে মোঃ আরিয়ান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকালে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়।
মৃত শিশু আরিয়ান উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আস্কর আলী বড়বাড়ি এলাকার মোবিনুল হকের পুত্র।
শিশুর আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওসমান গনি।
জানা যায়, বিকালে বাড়ির অন্য শিশুদের সাথে উঠানে খেলা করছিল শিশু আরিয়ান। হঠাৎ শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় পানিতে শিশুটিকে তাকে ভাসতে দেখেন স্বজনরা। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুরিকে মৃত ঘোষণা করেন।
ভিওডি বাংলা/ এমএইচ