ফুটবলে নতুন উন্মাদনা ছড়াতে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু


দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা সৃষ্টির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে এ আসরের আয়োজন করেছে। “তারুণ্যের উৎসব”-এর অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৬৪ জেলা।
শনিবার (৩০ আগস্ট) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “তারুণ্যের উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত করা, যাতে তারা মাদকসহ বিভিন্ন অপছন্দনীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে। জাতীয় চ্যাম্পিয়নশিপ সেই প্রচেষ্টার একটি অংশ।”
তিনি আরও জানান, ক্রীড়াঙ্গণে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেটের মতো ফুটবলও আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে। প্রতিটি জেলা দল গঠন করবে এবং এখান থেকে প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে সুযোগ করে দেওয়া হবে।
প্রাথমিক পর্বে ৬৪ জেলা ৮টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রথম দুই ধাপ শেষে দল কমে আসবে ৩২, তারপর ১৬। শেষ পর্যন্ত নকআউট পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
চূড়ান্ত ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।
ভিওডি বাংলা/ আরিফ