• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনাবিহীন বাংলাদেশে ক্ষমতার লড়াই চলছে : মোস্তফা ফিরোজ

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪২ পি.এম.
জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। ছবি: সংগৃহীত

হাসিনাবিহীন বাংলাদেশে এখন ক্ষমতার লড়াই চলছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেছেন, ‘বাংলাদেশে এখন হাসিনাবিহীন পরিস্থিতিতে তীব্র ক্ষমতার লড়াই চলছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে এবং ক্ষমতার প্রতি লোভ তীব্র হচ্ছে। নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অশান্তির আলামত স্পষ্ট হচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-তে তিনি এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘হাসিনাবিহীন বাংলাদেশে নির্বাচন সহজ হবে না। বর্তমান সংকটের আরেকটি বড় কারণ হচ্ছে ক্ষমতা। ইতিমধ্যে প্রায় এক বছর পার হয়ে গেছে এবং অনেকেই এখন ক্ষমতার স্বাদ পাচ্ছেন।

তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতনের পরেও আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ক্ষমতার লড়াই চলছিল, যার ফলে পুরো সংসদ কার্যত অচল হয়ে পড়েছিল। তখন যেটি গণতন্ত্রের লড়াই হিসেবে দেখা হয়েছিল সেটাও শেষ পর্যন্ত ওয়ান-ইলেভেনে গিয়ে থেমে গিয়েছিল।

সেই সময়ের অনেক ঘটনা পরবর্তীতে আমাদের সামনে এসেছে। এখন আবারও আমি মনে করছি, এরশাদ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির একটি নতুন প্রবণতা সামনে আসছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে : ফজলুর রহমান
প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে : ফজলুর রহমান
সংস্কার-বিচার না করে উপদেষ্টা কেন দল গঠন করল ?
সংস্কার-বিচার না করে উপদেষ্টা কেন দল গঠন করল ?
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পান্নার
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পান্নার