কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত


কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র আয়োজিত কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নড়াইলের ০১ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫ টার দিকে নড়াইলে নড়াগাতী থানার কলাবাড়িয়া বি এন পির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম শরিফ এর সভাপতিত্বে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট অলিউর রহমান, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বি এন পির সংগ্রামী সভাপতি খান মতিয়ার রহমান, নড়াগাতী থানা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক শেখ বুলবুল কবির, কালিয়া উপজেলা বি এন পির সংগ্রামী সাধারন সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু। সভায় বক্তব্য রাখেন নড়াগাতী থানা যুবদলের সংগ্রামী আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন ঝুনু,, ছাত্র নেতা শেখ সাদি প্রমূখ। জনসভায় বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
জন সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কলাবাড়িয়াবাসী বদ্ধপরিকর। দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।
তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন প্রকার কর্মসূচি চলমান থাকবে তাই সবাই কে সম্পৃক্ত করা আহ্বান জানাচ্ছি এবং একটাই স্লোগান হবে কলাবাড়ীয়ার মাটি ধানের শীষের ঘাটি, কলাবাড়ীয়র মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষ মার্কা কে ভোট দিয়া জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নড়াইল জেলা সহ নড়াগাতী থানার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কমী দের আহ্বান করছি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কলাবাড়িয়া বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন ছানা।
ভিওডি বাংলা/ এমএইচ