• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

নোয়াখালী প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক কাজী আসাদুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক কামাল হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, হাতিয়া সমিতি নোয়াখালীর সভাপতি আহসানুল করিম সোহেল, সিনিয়র উপদেষ্টা শাহাদাত হোসেন, কার্যকরী কমিটির সভাপতি আতিকুল ইসলাম, সেক্রেটারি ইমাম হোসেন এবং প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. ওসমান গনি।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন তার বক্তব্যে সংগঠনের সকল কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি কাজী আসাদুল হক সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও ফলপ্রসূ আয়োজনের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, “হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাবে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।”

এছাড়া সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জানান, সংগঠনটি শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন রাস্তা পরিষ্কার, গাছ লাগানো, রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. ওসমান গনি অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীর্ঘ দুই যুগ ধরে শিক্ষার্থীদের পাশে থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা প্রদান করে আসছে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ। এবারের বর্ণাঢ্য আয়োজনটি সংগঠনের আগামী দিনের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সকল বক্তা আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদিয়া’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান
সাদিয়া’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত