বিএনপি নেতার গাড়িতে মিলল মাদকদ্রব্য, আটক ২


কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের ব্যবহৃত জিপ গাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য পেয়েছে সেনাবাহিনী। এ সময় গাড়ি থেকে দুই বোতল বিদেশী মদসহ মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ দু'জনকে আটক করা হয়েছে। তবে এ সময় মাশুকুর রহমানকে গাড়িতে পাওয়া যায়নি।
শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে জব্দকৃত মালামাল ও গাড়িটি সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেনাবাহিনী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক মাদারীপুর শহরে একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাতে তার ব্যবহৃত জিপ গাড়িটি শহরের লেকপাড় থেকে একজন সহকারী ও চালক নিয়ে চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় সেনাবাহিনীর চেকপোস্টের কাছে এলে সেনা সদস্যরা গাড়িটি সন্দেহে গতিরোধ করেন এবং গাড়িতে তল্লাসি চালান। পরে গাড়ির মধ্যে থেকে দুই বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক ও সহকারীকে আটক করে সেনাবাহিনী। পরে জব্দ গাড়িটি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প মাদারীপুর সরকারি কলেজে নিয়ে যাওয়া যায়।
মাদারীপুর সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মুঠোফোনে সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী নিয়মিত শহরের বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালায়। তারই ধারাবাহিকতায় চৌরাস্তা এলাকায় তল্লাসি চালানো হয়। তল্লাসিতে একটি জিপগাড়িসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয় পরে বিস্তারিত জানানো হবে।
জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, সেনাবাহিনীর চেকপোস্ট থেকে এক বিএনপি নেতার ব্যবহৃত গাড়ি জব্দ করে ক্যাম্পে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গাড়ির মধ্যে তারা কি ধরণের মাদক পেয়েছে তার আমরা সঠিকভাবে বলতে পারছি না। সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তারা আমাদের কাছে গাড়িটি হস্তান্তর এখনো করেনি। মাদকদ্রব্যসহ গাড়িটি জব্দ দেখালে আমরা নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ভিওডি বাংলা/ এমএইচ