চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এই সংঘর্ষ শুরু হয় এবং এখনও তা অব্যাহত আছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে সংঘর্ষের জের ধরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট-পাটকেল ছোঁড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়ায়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ আরিফসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রক্টর তানভীর মোহাম্মদ আরিফ বলেন, “আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছি। আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। পরে বিস্তারিত জানানো হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, “সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে পরীক্ষার্থীও রয়েছেন। সবার কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
ঘটনার একটি অংশে দর্শন বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সাফিয়া খাতুন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসায় ফেরার সময় তিনি বন্ধ গেট পান। দারোয়ানের সঙ্গে বিরোধের পর শিক্ষার্থী ও তার বন্ধুরা আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া দেখান। পরে সিনিয়রদের খবর দেওয়া হয়। এই ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী জড়ো হন এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা দফায় দফায় ঘটে।
রাত সাড়ে ৩টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৭টায় সেনাবাহিনী ক্যাম্পাস ত্যাগ করলে পরিস্থিতি আবারো উত্তেজনাপূর্ণ ছিল।
ভিওডি বাংলা/জা