• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেকর্ড ভেঙে বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পি.এম.
প্রতীকী ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) সবগুলো সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরও। মাত্র দুই কার্যদিবস আগের রেকর্ড ভেঙে ডিএসইতে লেনদেন পৌঁছেছে নতুন উচ্চতায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এর অবস্থান ছিল ৫ হাজার ৫১৮ পয়েন্টে।

অন্যদিকে, বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে উঠেছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২১ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৮ পয়েন্টে।

রোববার ডিএসইতে মোট ৩৯৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির।

সেদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি টাকার বেশি।

গত মঙ্গলবার ১ হাজার ২৪৭ কোটি টাকার লেনদেনের মাধ্যমে চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল, যা রোববার ভেঙে যায়। আর গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি টাকার বেশি।

লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এদিন কোম্পানিটির প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত বৃহস্পতিবার শীর্ষ লেনদেনকারী ছিল রেনাটা লিমিটেড, যার লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা।

অন্য পুঁজিবাজার **চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)**ও রোববার সব সূচকের বড় উত্থান হয়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৩২ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯০ পয়েন্টে। বৃহস্পতিবার যা ছিল ১৫ হাজার ৩৫৭ পয়েন্টে। এদিন সিএসইতে ২৬০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টির দর বেড়েছে, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। লেনদেন হয়েছে ২৩ কোটি ১৫ লাখ টাকার, যা গত বৃহস্পতিবারের ২৪ কোটি ২৪ লাখ টাকার চেয়ে কিছুটা কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঁজিবাজারে ১ দিন পর ফের হাজার কোটির বেশি লেনদেন
পুঁজিবাজারে ১ দিন পর ফের হাজার কোটির বেশি লেনদেন
ডিএসই সূচক বাড়লো, লেনদেন ৩২৭ কোটি
ডিএসই সূচক বাড়লো, লেনদেন ৩২৭ কোটি
আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিলো সরকার
আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিলো সরকার