নয়াদিল্লি-বেইজিং সম্পর্কে নাটকীয় মোড়


মার্কিন শুল্ক চাপে নাটকীয় মোড় নিয়েছে নয়াদিল্লি-বেইজিং সম্পর্ক। দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটিই মোদির প্রথম চীন সফর। এসসিও সম্মেলনে অংশ নিলেও, সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
রোববার (৩১ আগস্ট) বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।
এক সময়ের ঘনিষ্ঠ ‘বন্ধু’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও পাকিস্তান ইস্যুতে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় নতুন মিত্রের সন্ধানে বেরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সংঘর্ষের ৭ বছর পর প্রথমবার দেশটি সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ‘পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে’ দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন।
চীনের তিয়ানজিনে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এসসিও’র সম্মেলনের ফাঁকে শি’র সঙ্গে সাক্ষাৎকালে মোদি আরও বলেন, সীমান্ত ইস্যুতে দুই দেশ নতুন করে ভাবার পর ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ সৃষ্টি হয়েছে। ভারত ও চীনের জন্য ‘বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়া’ গুরুত্বপূর্ণ জানান চীনা প্রেসিডেন্ট।
মোদি ছাড়াও শি জিনপিংয়ের আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ আরও প্রায় ২০টি দেশের নেতারা। সোমবার (১ সেপ্টেস্বর) পর্যন্ত চলবে শীর্ষ সম্মেলন।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, দুই নেতার সম্পর্ক অবনতি হয় শুল্কারোপ ও পাকিস্তান নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির কারণে।
ভিওডি বাংলা/ এমএইচ