টপ নিউজ
তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পি.এম.


ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশে জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামেরএক কৃষকের মৃত্যু হয়েছে। আব্দুল আজিজ উপজেলা মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের এনসাব আলীর ছেলে।
রোববার (৩১ আগষ্ট ) সকাল সাড়ে ১১টার দিকে মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের আব্দুল আজিজ আজ জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই কৃষক।
ভিওডি বাংলা/ এমএইচ