৭ গোলের ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রতিশোধ


ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে ৪-৩ গোলে হারিয়ে প্রতিশোধ নেয় বাংলাদেশ।
প্রথম পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ শিরোপার আশা হারিয়েছিল। তবে শেষ ম্যাচে আগেই চ্যাম্পিয়ন হওয়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশ শুরু থেকেই চমক দেখায়। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডে মামনির লং পাস থেকে পূর্ণিমা হেডে গোল করে দলের জয়পথের সূচনা করেন।
৭ মিনিটে ভারতের আনুশকা কুমারির শট ক্রসবারে লেগে ফিরে যায়, কিন্তু দুই মিনিট পরই আনুশকা নিজের ভুল সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান। ৩৪ মিনিটে আলপি আক্তার ফেরত শটে জালে বল পাঠান, এবং প্রথমার্ধ শেষ হয় উত্তেজনাপূর্ণ খেলার মাঝে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এগিয়ে যায় প্রীতি ও প্রীতিকা বর্মণের দুর্দান্ত গোল দিয়ে। শেষ মুহূর্তে ঝুলন নঙ্গমাইথেম এবং প্রীতির কোনাকুনি শট বাংলাদেশের চূড়ান্ত জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে খেলোয়াড়রা উল্লাসে মাতেন, প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে এই জয়কে বড় সাফল্য হিসেবে উদযাপন করেন।
ভিওডি বাংলা/জা