দর্শনার্থীর ভিড় এড়াতে হাসপাতালে না যাওয়ার আহ্বান নুরের


গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তিনি ও তার সহযোদ্ধারা দেশবাসীকে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) নুরের অফিসিয়াল ফেসবুক পেজে এডমিনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন নুর। গত শুক্রবার রাতে কাকরাইল এলাকায় এক রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজধানীর একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেকের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নুরের আইসিইউতে অন্যান্য ৩৫ জন রোগীও চিকিৎসাধীন। প্রতিদিন ভিড়ের কারণে রোগীদের বিশ্রাম ও চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই শান্ত ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা জরুরি।
এ বিষয়ে নুরের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, আপনাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার প্রতি ভিপি নুর ভাই অত্যন্ত শ্রদ্ধাশীল। তবে আইসিইউতে নুরের পাশাপাশি আরও অনেক রোগী রয়েছেন। অসংখ্য দর্শনার্থীর উপস্থিতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বেগ পেতে হচ্ছে। তাই আপাতত কাউকে হাসপাতালে ভিড় না জমানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসিইউতে শান্ত ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এখানে রোগীর সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। দর্শনার্থীর সংখ্যা সীমিত না রাখলে চিকিৎসা জটিল হয়ে উঠতে পারে।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, নুরের মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে তিনি সচেতন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পূর্ণ বিশ্রাম ও শান্ত পরিবেশ এখন তার জন্য খুবই প্রয়োজন।
নুরের সহযোদ্ধারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং অনুরোধ করেছেন, এই সময়ে নুরকে হাসপাতাল পরিবেশে শান্তি বজায় রাখার সুযোগ দিন এবং বাইরে থেকে তার জন্য প্রার্থনা করুন।
ভিওডি বাংলা/জা