• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তিন সন্তানের মা হতে চান জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পি.এম.
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে একের পর এক নতুন খবরে শিরোনামে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। প্রযোজক-অভিনেতা বনি কাপুরের মেয়ে হলেও নিজের অভিনয় প্রতিভায় জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন আলোচনায়, তখনই নতুন চমক দিলেন এই নায়িকা—ভবিষ্যতে তিনি তিন সন্তানের মা হতে চান।

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হয়ে মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী কাপুর। সেখানে তিন সন্তানের মা হওয়ার ইচ্ছার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমার মনে হয়, তিনটি সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় দুইজনের মধ্যে ঝগড়া হয়, তখন একজনের সমর্থন দরকার হয়। তাই আমি ভেবেচিন্তেই এই পরিকল্পনা করেছি।”

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতিতে বিয়ে করার ইচ্ছার কথাও প্রকাশ করেন জাহ্নবী। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। কলাপাতায় খাবার খাব, গোবিন্দের নাম জপ করব। আমার চুলে থাকবে মোগরা ফুলের মালা, আর স্বামীকে মাথায় তেল মালিশ করে দেব।”

তিরুপতির সঙ্গে জাহ্নবীর সম্পর্কও গভীর। ছোটবেলায় মায়ের (শ্রীদেবী) হাত ধরে সেখানে যেতেন তিনি। এখনো প্রতি বছর মায়ের জন্মবার্ষিকীতে সেখানে যান। বর্তমানে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও সেখানে নিয়মিত যান জাহ্নবী। তবে বিয়ে নিয়ে এখনো কোনো পরিকল্পনার কথা জানাননি এ যুগল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ওটিটিতে রাজ-ফারিণের চমক
এবার ওটিটিতে রাজ-ফারিণের চমক
অর্থকষ্টে গয়না বিক্রি করতে হয়েছিল : অপু বিশ্বাস
অর্থকষ্টে গয়না বিক্রি করতে হয়েছিল : অপু বিশ্বাস
‘সে আমার’-শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমণি?
‘সে আমার’-শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমণি?