• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের মাত্রা বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায়ও দিন দিন বাড়ছে। কিছুদিন ধরে বায়ুমানের সামান্য উন্নতি দেখা গেলেও সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ফের দুঃসংবাদ দিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।

সকাল সাড়ে ৭টার দিকে প্রকাশিত তথ্যানুযায়ী,  ঢাকা একিউআই স্কোর ১৪৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।


শীর্ষ পাঁচ দূষিত শহরের তালিকা

১. তাশখন্দ, উজবেকিস্তান – স্কোর ১৮২
২. মানামা, বাহরাইন – স্কোর ১৬০
৩. দোহা, কাতার – স্কোর ১৬০
৪. ঢাকা, বাংলাদেশ – স্কোর ১৪৭
৫. কিনশাসা, ডিআর কঙ্গো – স্কোর ১৩৪

একিউআই স্কোর ব্যাখ্যা

০-৫০: ভালো
৫১-১০০: মাঝারি
১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১-২০০: অস্বাস্থ্যকর
২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১-৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা রোগীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়। এই অবস্থায় বাইরের কার্যক্রম সীমিত রাখা, মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন চিকিৎসকরা।

পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায়। তাঁরা বলেন, অব্যবস্থাপনা, নির্মাণকাজের ধুলা, যানবাহনের কালো ধোঁয়া এবং শিল্প কারখানার নির্গমনের কারণে শহরের বাতাস প্রতিদিনই বসবাসের অযোগ্য হয়ে উঠছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ পাবে : আইজিপি
নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ পাবে : আইজিপি
কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০২
আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০২