নবাবগঞ্জে খোলা বাজারে ওএমএস কার্যক্রমের আটা বিক্রয়ের উদ্বোধন


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সোমবার (১ সেপ্টেম্বর) সকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে (ওএমএস) ডিলার এর আওতায় প্রতি কেজি আটা২৪ টাকা দরে মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি করে আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেটের (কক্ষ নং- A8) এ এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস।
এ সময় উপস্থিত ছিলেন, ওএমএস এর ডিলার মোঃ মোজাহার আলী , আটা কিনতে আসা নিম্ন আয়ের মানুষ, নবাবগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃদ প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম, বলেন, খোলা বাজারে প্রতি কেজি আটা ২৪ টাকা দরে আজ থেকে বিক্রিয় কার্যক্রম চালু করা হয়েছে । এ কর্মসূচির আওতায় মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি করে আটা কিনতে পারবেন। প্রতিদিন ডিলারের মাধ্যমে উপজেলা এলাকার ২টি পয়েন্টে মিলে ১মেট্রিক টন আটা বিক্রি করা হবে । সরকারি ছুটি দিন বন্ধ থাকবে ।
ভিওডি বাংলা/ এমএইচ