• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জামালপুর প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। সংগৃহীত ছবি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জামালপুরের একটি আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার ডা. মুরাদ হাসান ও টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এ নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রতিমন্ত্রী থাকাকালে এক টকশোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন মুরাদ হাসান। এতে জিয়া পরিবারের ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মানহানির মামলা দায়ের করেন। এর আগে গত ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের সমন জারি করেছিল। তবে তারা হাজির না হওয়ায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

মামলার বাদী রুমেল সরকার জানিয়েছেন, তিনি আশা করেন পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করবে।

উল্লেখ্য, ডা. মুরাদ হাসান ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য হয়ে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও পরে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল অডিও ফাঁসের ঘটনায় ২০২১ সালের ডিসেম্বরে তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক আইজিপি ক্ষমা পাবেন কি না, সিদ্ধান্ত আদালতের: চিফ প্রসিকিউটর
সাবেক আইজিপি ক্ষমা পাবেন কি না, সিদ্ধান্ত আদালতের: চিফ প্রসিকিউটর
হাইকোর্টের নির্দেশ: অবসরভাতা ৬ মাসে প্রদান
হাইকোর্টের নির্দেশ: অবসরভাতা ৬ মাসে প্রদান
রাতের ভোটসহ যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন
রাতের ভোটসহ যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন