• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাশ্মিরে পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পি.এম.
পাকিস্তানের কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত। সংগৃহীত ছবি

পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামার জেলায় সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হেলিকপ্টারটি রুটিন ফ্লাইংয়ের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছিলেন দুই পাইলট, দুজন ক্রু এবং একজন ফ্লাইট প্রকৌশলী।

দিয়ামার জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ওই এলাকায় একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়। সেখানে পরীক্ষামূলক অবতরণের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

এমআই-১৭ হেলিকপ্টার রাশিয়ার তৈরি একটি সামরিক এয়ারক্রাফট, যার উৎপাদন প্রথম শুরু হয় ১৯৭৫ সালে। কয়েক দশক বন্ধ থাকার পর ২০২৪ সালে পুনরায় এর উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। সেটি ত্রাণ ও খাদ্যসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছিল।

সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ
গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতির বিরোধিতায় ইসরায়েল
গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতির বিরোধিতায় ইসরায়েল
শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে
শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে