আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯শ’


আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
ইউসুফ হাম্মাদ জানান, আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ভূমিধস হয়ে সড়ক বন্ধ ছিল। বেশিরভাগ সড়ক পুনরায় চালু হয়েছে এবং শিগগিরই দুর্গম এলাকাগুলোতেও যোগাযোগ সম্ভব হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত রোববার আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। শক্তিশালী কম্পনে বহু গ্রাম ধ্বংস হয়ে যায় এবং পাহাড়ধসে একাধিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ভূমিকম্প-প্রবণ আফগানিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর আগে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ১,৪০০ মানুষের মৃত্যু হয়। আর ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান কমপক্ষে ১,০০০ মানুষ এবং আহত হন আরও তিন হাজার।
ভিওডি বাংলা/জা