• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮), রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫),  মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.আনোয়ার হোসেন (৫৪), কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫), ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম  বিষয়ক সম্পাদক মো.আব্দুল্লাহ (৩১), কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং এর ওবিটি এন্ড এসটিএম  সদস্য ইসা আহমেদ (২৩), মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুর রাজ্জাক (৪৩) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য  মো: এরশাদুল কবির আবিদ  (৪২)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “সোমবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টায় শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। আল ইমতিয়াজকে একই রাত আনুমানিক ৮টায় ধানমন্ডি  থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম। রাত আনুমানিক ৯ টায় রমনা এলাকায় অভিযান পরিচালনা করে ফাতেমা আলমকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।” 

অন্যদিকে রাত আনুমানিক ১১ টা ২৫ মিনিটে  খিলগাঁও থানাধীন তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

তিনি বলেন, রাত আনুমানিক পোন ১২টায় আবদুল্লাহ সিকদারকে শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ। 

অপরদিকে আরেক অভিযানে একটি টিম রাত আনুমানিক ২টায় ডিবি মিরপুর বিভাগের ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদকে গ্রেপ্তার করে। রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটে হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। ভোর আনুমানিক ৫ টা ১৫ মিনিটে মো.এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত বেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত বেন্ট ক্রিস্টেনসেন
বেলা ১১টা থেকে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
বেলা ১১টা থেকে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব
নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব