• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামী নির্বাচনে আওয়ামী লীগ-জাপার সুযোগ নেই: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পি.এম.
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে রাশেদ খাঁন। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, সরকার নুরুল হক নুরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নুরের ওপর বর্বর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং উদ্বেগ জানিয়ে বলেছেন, অতীতেও নুর একাধিকবার হামলার শিকার হয়েছেন, এখনও এমন ঘটনা মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে রাশেদ খাঁনের সঙ্গে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার লুনা ও কেন্দ্রীয় নেতারা।

রাশেদ জানান, বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাধারণ আলোচনার পাশাপাশি নুরকে কেন্দ্র করে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপদেষ্টা ড. আসিফ নজরুল, আদিলুর রহমান ও রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে সরকার। রাতের মধ্যে এর প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা। যেহেতু নুর আহত, তাই তিনি মামলা করতে পারেননি। তবে আমাদের আইনজীবীরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।”

এ সময় রাশেদ দাবি করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার ষড়যন্ত্রের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা বলেও জানান তিনি।

ভবিষ্যৎ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের নিয়ে একটি রাজনৈতিক পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছি। প্রতিটি দলই ভারতীয় ষড়যন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সচিবালয়ে আওয়ামী আমলাদের রেখে সুষ্ঠু ভোট সম্ভব কিনা—সেটিও আমরা জানতে চেয়েছি।”

নুরের শারীরিক অবস্থার বিষয়ে তার স্ত্রী মারিয়া আক্তার লুনা বলেন, “প্রধান উপদেষ্টা নুরের খোঁজ নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে নুরের অবস্থা এখনও স্থিতিশীল হয়নি।”

ঘণ্টাব্যাপী এ বৈঠকে গণঅধিকার পরিষদ ছাড়াও আমার বাংলাদেশ (এবি) পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ অংশ নেয়।

এর আগে গত রবিবার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য : ইসরাক
আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য : ইসরাক
আ.লীগের কেউ যদি আক্রমণ করে, হাত ভেঙে দেয়া হবে : মির্জা ফখরুল
আ.লীগের কেউ যদি আক্রমণ করে, হাত ভেঙে দেয়া হবে : মির্জা ফখরুল