• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সৈয়দপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সৈয়দপুর জেলা প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে শহরের রংপুর রোডে বাংলা হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডা. জিকরুল সড়কে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কন্ঠ শিল্পী বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক, দেলোয়ার চৌধুরী, জিয়াউল হক জিয়া, সি. যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,   যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, হাফিজ খান, বিএনপি নেতা শওকত চৌধুরী, শওকত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী মন্টু, প্রচার সম্পাদক আবু সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সৈয়দপুর উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান, প্রমুখ। 

নেতৃবৃন্দ বলেন, “দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সব পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনকে সুসংহত করার পাশাপাশি ভোটের জন্য জনগণের কাছে গিয়ে সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন ও সৈয়দপুর পৌরসভার ১৫ ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকার রমনা ময়দানে বিএনপি প্রতিষ্ঠা করেন। এর আগে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) গঠন করেছিলেন। পরবর্তীতে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন।

ভিওডি বাংলা-মো. মাইনুল হক/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
শ্রীপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
ফুলবাড়িতে র‌্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ  আটক ১
ফুলবাড়িতে র‌্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ আটক ১
রাজবাড়ীতে কবর গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি
রাজবাড়ীতে কবর গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি