• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মাঠ প্রশাসনের ‘বিশেষ’ বৈঠক দুপুরে

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পি.এম.
প্রতীকী ছবি

দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ বৈঠক করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা দুইটায় জুম প্ল্যাটফর্মে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ কমিশনার, পুলিশ ডিআইজি ও এসপি। স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি বৈঠকের সভাপতিত্ব করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ এবং সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে-প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘাত। এসব ঘটনায় অনেকে আহত হয়েছেন।

বৈঠকে মাঠ প্রশাসনকে আরও সতর্ক ও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হবে। বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্য ১৭ দফা নির্দেশনা দেওয়া হবে।

এর পাশাপাশি বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, শিল্পকারখানায় চলমান অস্থিরতা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব মোকাবিলা এবং কারাগারের নিরাপত্তা জোরদারের বিষয়ও আলোচিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেলা ১১টা থেকে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
বেলা ১১টা থেকে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব
নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব
নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার