তালতলীতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত


তালতলীতে ১'শ ৬০জন প্রান্তিক কৃষক কৃষাণীদের নিয়ে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া মধ্য বাজার মাঠে এসএসিপি প্রকল্পের আওতায় খরিদ মৌসুমে স্থাপিত উচ্চমূল্যের ফসল প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১'শ ৬০জন প্রান্তিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
সমাজ সেবক ও কৃষক নুরুল হক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন মিলন আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার মিস্ত্রি, বিসিআইসি পঁচাকোড়ালিয়া ইউনিয়ন সারের ডিলার ও সমাজসেবক মো. নান্নু খান, ইউপি সদস্য মো. ইব্রাহিম খান, মহাসিন গাজী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সবুজ।
উল্লেখ্য উক্ত মার দিবসে নুরুল হক হাওলাদার তার বল-সুন্দরী বড়ই বাগানের সফলতা ও পরিচর্যার বিষয়ে উপস্থিত সকল কৃষক কৃষাণীদের অবহিত করে ফল বাগান করার জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন।
ভিওডি বাংলা/ এমএইচ