• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাড়ে ৫ ঘণ্টা বিলম্ব জামালদের ফ্লাইট

স্পোর্টস ডেস্ক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দুপুর দেড়টায় ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল। বাংলাদেশ ফুটবল দল ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটের অপেক্ষায় ছিল। তখন বিমান বাংলাদেশ থেকে জানানো হয় ফ্লাইট বিলম্ব হয়ে সন্ধ্যা ৭টায় নির্ধারিত হয়েছে।  গণমাধ্যমকে নতুন ফ্লাইটসূচির বিষয়টি জানিয়েছে বাফুফে। 

ফুটবল দলকে ফ্লাইট বিলম্ব হওয়ায় এখন বিমানবন্দরেই আরও পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে। এই বিড়ম্বনার ফলে আজ বাংলাদেশ দলের নেপালে অনুশীলন করার আর কোনো সুযোগ নেই। এমনকি হোটেলেও রিকভারি সেশন করার সময় সেই অর্থে থাকবে না। জামালরা ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচ খেলবেন। পরবর্তী ম্যাচ ৯ সেপ্টেম্বর। 

বিচিত্র অভিজ্ঞতা রয়েছে নেপাল সফর নিয়ে বাংলাদেশ দলের। এক যুগ আগে প্রীতি ম্যাচ খেলার জন্য রওনা হয়েছিল বাংলাদেশ দল। সেদিন ফ্লাইট বিড়ম্বনায় তাদের আর বিমানে চড়া হয়নি। বিমানবন্দরের পাশ্ববর্তী হোটেলে রাতে থেকে পরদিন আবার বিমান ধরতে হয়েছিল মামুনুলদের। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে বিসিবির শুভেচ্ছা
নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে বিসিবির শুভেচ্ছা
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
নোয়াখালী এক্সপ্রেসের একের পর এক চমক, দলে আরও দুই বিদেশি
নোয়াখালী এক্সপ্রেসের একের পর এক চমক, দলে আরও দুই বিদেশি