ফুলবাড়িতে র্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ আটক ১


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে র্যাবের অভিযানে ১৭.৬ কেজি গাঁজাসহ মোঃ একরামুল হক (৪৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩, সিপিসি-রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানান,গতকাল মঙ্গলবার (২ আগস্ট ) রাত ৯ দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ একরামুলের বাড়িতে অভিযান পরিচালনার সময় তার শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজা জব্দ করা হয়, একরামুল নাওডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর পুত্র।
তারা বলেন,একরামুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে
র্যাব জানান,বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ