কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুললেন বাকৃবির শিক্ষার্থীরা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেন। তবে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার পর বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তারা কার্যালয়ের তালা খুলে দেন। বর্তমানে সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে।
আন্দোলনে অংশগ্রহণকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. শিবলী সাদী বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ যেন ভোগান্তিতে না পড়েন, সেই চিন্তা থেকেই আমরা কোষাধ্যক্ষ ভবনের তালা খুলে দিয়েছি। সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রশাসনিক ভবনে এখনও তালা ঝুলছে। শিক্ষকরা তাদের মতো করে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, গতকাল প্রায় সাড়ে ৪ ঘণ্টা আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনায় হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো একাডেমিক বা প্রশাসনিক হয়রানি না করার বিষয়ে কথা হয়েছে। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে আমরা একটি লিখিত আশ্বাস চেয়েছি। সেটি হাতে পাওয়ার পর আমরা পুনরায় আলোচনায় বসব।
ভিওডি বাংলা/জা