বাঁশখালীতে দোকান চুরির দেড় মাস পর চোর গ্রেপ্তার


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাইরাং দেলা মার্কেট এলাকায় সাংবাদিক মোহাম্মদ রফিউল করিম চৌধুরীর দোকানে দেড় মাস আগে সংঘটিত চুরির ঘটনায় মূল আসামি অবশেষে গ্রেফতার হয়েছে।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার এসআই কাদেরের নেতৃত্বে বিশেষ অভিযানে চৌধুরী কলোনির একটি রিকশা গ্যারেজ থেকে চোর শুক্কুর আলমকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্কুর দীর্ঘদিন ধরে চট্টগ্রামর বিভিন্ন জায়গায় গিয়ে চোরি করে। সে একজন প্রফেশনাল চোর, এ নিয়ে সে অনেকবার জেলও কেটেছে কিন্তু বের হয়ে আবার এ কাজে লিপ্ত হয়ে যায়
অবশেষে পুলিশি তৎপরতায় চোরকে ধরতে সক্ষম হওয়ায় সাধারণ মানুষ ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে, এধরনের অভিজান অব্যাহত রাখলে দেশে চোরি ছিনতাই কমে যাবে এবং ওসি সাইফুল ইসলাম ও এসআই কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ রফিউল করিম বলেন-এই চুরির কারণে আমার ব্যবসা সম্পূর্ণ অচল হয়ে গিয়েছিল। দেড় মাস ধরে দোকান বন্ধ ছিল, প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে দিন কাটিয়েছি। বিভিন্ন থানায় দৌড়ঝাঁপ করতে হয়েছে। আমি পদক্ষেপ এনজিও থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম ব্যবসা চালানোর জন্য, এখন দোকান লুট হয়ে যাওয়ায় ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছি। আসামি ধরা পড়েছে, তবে এখনো চুরি যাওয়া টাকা ও মোবাইল উদ্ধার হয়নি—এটাই সবচেয়ে বড় কষ্ট।”
তিনি বলেন- “আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ও নগরির বাকলিয়া থানার এসআই কাদেরের আন্তরিক তৎপরতায় আসামি ধরা পড়েছে। তবে আমার একটাই দাবি যে মালামাল লুট হয়েছে, তা যেন দ্রুত উদ্ধার হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই শুক্রবার জুমার নামাজে গেলে তার দোকানের তালা ভেঙে নগদ দুই লক্ষ টাকা ও তিনটি স্মার্টফোন (Nokia G20, Samsung A2 Core, Itel Vision 1 Pro) চুরি হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-২৯, তারিখ-১৮/০৬/২০২৫, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড)।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন “প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর আলম চুরির বিষয়টি অস্বীকার করছে। আদালতে চালান দিয়ে আমরা তিন দিনের রিমান্ড আবেদন করবো। আশা করছি রিমান্ডে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং চুরি যাওয়া মালামালও উদ্ধার করা সম্ভব হবে।”
এ ঘটনায় বাঁশখালীবাসী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও ভুক্তভোগী পরিবার দ্রুত মালামাল উদ্ধারের জন্য জোর দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/ এমএইচ