• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়া ভারতের জন্য জ্বালানি তেলে বিশেষ মূল্যছাড়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের জন্য রাশিয়া বিশেষ ছাড়ে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। সূত্র মতে, সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ভারত রুশ উরালস গ্রেড তেল প্রতি ব্যারেলে ৩–৪ ডলার কম দামে কিনতে পারবে। এ প্রস্তাব ভারত-আমেরিকা সম্পর্কেও নতুন মোড় আনতে পারে।

আগস্টের শুরুতে মার্কিন চাপে সাময়িকভাবে রাশিয়ার তেল আমদানি বন্ধ করেছিল ভারতীয় রিফাইনারিগুলো, তবে পরে আমদানি পুনরায় শুরু হয়। জুলাইয়ে প্রতি ব্যারেলে এক ডলার ছাড় থাকলেও, গত সপ্তাহে এটি আড়াই ডলারে পৌঁছেছে। তুলনায়, মার্কিন ক্রুড তেলের দাম রিফাইনারিগুলোর কাছে প্রায় তিন ডলার বেশি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর রাশিয়ার তেল কেনার কারণে শুল্ক আরোপ করেছেন। চলতি সপ্তাহে তা ৫০ শতাংশে পৌঁছেছে। তবে ভারত এখনও রাশিয়ার তেল আমদানিতে কোনো পরিবর্তন আনেনি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন চাপের ফলে দিল্লি-মস্কো ও দিল্লি-বেইজিং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।

সম্প্রতি চীনের সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার সঙ্গে ভারতের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেছেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পারস্পরিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউজের উপদেষ্টা পিটার নাভারো বলেছিলেন, রাশিয়ার তেল কিনে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে অর্থায়নে সাহায্য করছে। তবে ভারত বলেছে, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই এবং যুক্তরাষ্ট্র থেকেও আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি
ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি
মালয়েশিয়ায় রাতের আঁধারে ধরপাকড়, ৪শ’ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় রাতের আঁধারে ধরপাকড়, ৪শ’ বাংলাদেশি আটক
মোদি মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না, হুঁশিয়ারি রাহুলের
মোদি মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না, হুঁশিয়ারি রাহুলের