• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ১০৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই ত্রাণপ্রার্থী ছিলেন।

আলজাজিরা বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গাজা সিটিতেই মঙ্গলবার ৫০ জনের বেশি নিহত হয়েছেন। শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল-সাবরা এলাকা, যেখানে কয়েকদিন ধরে ধারাবাহিক বোমা হামলা চলছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরও আক্রান্ত হয়, সেখানে ৩২ জন হতাহত হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। ত্রাণ সরবরাহে ভাটার কারণে দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিয়েছে।

গাজায় চলমান যুদ্ধ এখন “সিদ্ধান্তমূলক ধাপে” পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ‘ইরানি অক্ষকে’ দুর্বল করা, যার মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির জানিয়েছেন, গাজা সিটিতে স্থল অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অভিযান আরও তীব্র হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ২৭০ জনের বেশি।

এদিকে, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের আসামি নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা হামাসকে পরাজিত করার জন্য লড়ছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি
ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি
মালয়েশিয়ায় রাতের আঁধারে ধরপাকড়, ৪শ’ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় রাতের আঁধারে ধরপাকড়, ৪শ’ বাংলাদেশি আটক
মোদি মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না, হুঁশিয়ারি রাহুলের
মোদি মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না, হুঁশিয়ারি রাহুলের