২৬ বছরের প্রেমিকের হাতে ৫২ বছরের মহিলা খুন


ইনস্টাগ্রামে নিজেকে যুবতী হিসেবে দেখানো ৫২ বছর বয়সী এক মহিলা প্রেমের জালে ফাঁদে পড়েন। তিনি সম্পর্ক গড়ে তুলেছিলেন ২৬ বছর বয়সী এক যুবকের সঙ্গে এবং বিয়ে করার জন্য চাপ দিতেন। এই চাপের পরিণতি হলো ভয়ঙ্কর-প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
প্রেমিকের দাবি, তাকে প্রতারণা করা হয়েছিল। কারণ, মহিলার বয়স লুকানো হয়েছিল এবং তিনি চার সন্তানের মা-যা তিনি প্রকাশ করেননি।
ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায়। ১১ আগস্ট অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্তে স্পষ্ট হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত মহিলা ফারুকাবাদের বাসিন্দা ছিলেন এবং তার নামে একটি নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছিল।
পুলিশ অরুণ রাজপুত নামে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। তদন্তে জানা যায়, মহিলার সঙ্গে অরুণের পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায় প্রায় দেড় বছর আগে। মাস দুয়েক আগে তারা ফোন নম্বর বিনিময় করে এবং দেখা সাক্ষাৎ শুরু হয়। নিহত মহিলা ফারুকাবাদ থেকে মৈনপুরী গিয়ে অরুণের সঙ্গে দেখা করতে আসেন এবং তার পরই হত্যাকাণ্ড ঘটে।
অরুণ হত্যাকাণ্ড স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, মহিলার চাপ ও ঋণ আদায়ের চাপের কারণে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রেমিকার কাছ থেকে প্রায় ১.৫ লাখ টাকা ধার নেওয়া হয়েছিল। ঘটনার সময় অরুণ মহিলাকে তার ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে ফিল্টারের মাধ্যমে মহিলাকে যুবতী মনে হয়েছিল, তাই অরুণ প্রথমে তার বয়স বুঝতে পারেননি। পরে দেখা সাক্ষাৎকালে তিনি শ্বশুরবাড়ি ও চার সন্তান থাকার বিষয়টি জানতে পারেন।
তদন্তের স্বার্থে অরুণকে হেফাজতে রাখা হয়েছে। নিহত মহিলার স্বামী এবং অরুণের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
ভিওডি বাংলা/জা