• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হঠাৎ পিটার হাস কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে কক্সবাজার সফরে এসেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ তার সফরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে পিটার হাস এ নিয়ে দ্বিতীয়বারের মতো মহেশখালী পরিদর্শন করলেন।

এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানেও যোগ দেন পিটার হাস। এ সময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন গত ৫ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন উঠে। পরে যদিও এনসিপি নেতারা তা অস্বীকার করেন এবং এই খবরের সত্যতাও মেলেনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
মধুপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
রাজাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি
রাজাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি
বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর পালিত
বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর পালিত