হঠাৎ পিটার হাস কক্সবাজারে


সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে কক্সবাজার সফরে এসেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।
এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ তার সফরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে পিটার হাস এ নিয়ে দ্বিতীয়বারের মতো মহেশখালী পরিদর্শন করলেন।
এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানেও যোগ দেন পিটার হাস। এ সময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন গত ৫ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন উঠে। পরে যদিও এনসিপি নেতারা তা অস্বীকার করেন এবং এই খবরের সত্যতাও মেলেনি।
ভিওডি বাংলা/ এমএইচ