হাসিনাকে তাড়ানোর অন্যতম পরিকল্পনাকারী তারেক রহমান: দুদু


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের এবং হাসিনাকে তাড়ানোর অন্যতম পরিকল্পনাকারী আমাদের নেতা তারেক রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর উদ্যোগে ও আমরা বিএনপি পরিবার এর সহযোগিতায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামূর্তি দিবস উপলক্ষে উম্মক্ত আলোচনা সভা ও জাগরণের গানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, শেখ হাসিনার সমর্থিত মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার আমাদের নেতা তারেক রহমানকে গ্রেফতার করেছে হত্যার উদ্দেশ্যে। তার ওপর ভয়াবহ নির্যাতন করা হয়েছিল তারপরেও তিনি তার আদর্শ থেকে, নীতি থেকে, লক্ষ্য থেকে এক চুলুও নরেননি।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যার কাছে আমরা আশা করেছিলাম স্বাধীনতার ঘোষণা আসবে কিন্তু তিনি পালিয়ে ছিলেন পাকিস্তানে। তারপরে ধুমকেতুর মত একজন আসলেন স্বাধীনতার ঘোষণা করে বললেন আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষনা করছি। তিনি রণাঙ্গনের যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার চাকরিতে ফিরে গিয়েছেন। আবার যখন দেশের পরিস্থিতি ভালো ছিল না তখন তিনি দেশের হাল ধরেন। দেশকে সমৃদ্ধশালী এর পথে এগিয়ে নিয়ে যান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন। দেশ যখন স্বৈরাচারের কবলে তখন দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন করেন তিনি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আবার দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের পরে দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলন সংগ্রামের যে সুন্দর পরিকল্পনা করেছিলেন এবং হাসিনাকে কিভাবে তাড়াতে হয় তার অন্যতম পরিকল্পনা কারী আমাদের নেতা তারেক রহমান। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এরই নাম বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান দেশে গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তা দেশের জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি, সুরকার ও গীতিকার ইথুন বাবু সহ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ