রাজৈরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বর্ণাঢ্য র্যালী ও নানা আয়ােজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজৈর উপজেলা বিএনপি।
এ উপলক্ষ্যে বুধবার (৩ সেপ্টেম্বর ) সকাল ১১ টার সময় উপজলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা ৯ টি ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেছাসেবক দল, ছাত্রদল, জাসাস সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে জমায়েত হোন।
এরপর সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার শিশু কল্যান বিদ্যালয়ের সামনে থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মােড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাদারীপুর জেলা সদস্য সচিব জাহান্দার আলী জাহান।এসময়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের মাদারীপুর জেলা সভাপতি ফারুক বেপারী, সেচ্ছাসেবক দলের মাদারীপুর জেলা সভাপতি শাহাদাত হাওলাদার প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ