• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কে এম আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো দেশের মাটিতে ঘাপটি মেরে আছে। এসময় তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, দলীয় বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলুন।

তিনি আরও বলেন, দলের মধ্যে কিছু নতুন মুখ বৈরাগী সেজেছে। ৫ তারিখের পরে যারা বৈরাগী সাজেছে তাদের কঠর হস্তে দমন করার জন্য আপনারা সকলে প্রস্তুতি হন।

এর আগে কুমারখালী বাসস্ট্যান্ড থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খন্দকার সামসুজ্জাহিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.হান্নান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাংশায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার