• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, আহত ১৫

ফেনী প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মঞ্চের সামনে চেয়ার নেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেন। আহতদের মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে উপজেলা আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, “গ্রাম থেকে এসে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বরদাশত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে কেন্দ্রীয় নেতা আবু তালেব বলেন, “মঞ্চের সামনে বসা নিয়ে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা!
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা!
চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাঁশখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী পালিত
বাঁশখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী পালিত