• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে মোট মামলার ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত: সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, দেশে জমি সংক্রান্ত সবচেয়ে বেশি সমস্যা হয় অজ্ঞতা ও অসচেতনতার কারণে। দেশের মোট মামলার প্রায় ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন আইন ও রিট মামলার জবাব প্রেরণ প্রক্রিয়া’ বিষয়ক লার্নিং সেশনে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব জানান, ভূমি মামলা সাধারণত মালিকানা, দখল, হস্তান্তর বা অন্য কোনো বিরোধের কারণে দায়ের হয়। এসব মামলা দেওয়ানি বা ফৌজদারি হতে পারে এবং জমির আইনি অধিকার প্রতিষ্ঠা, অবৈধ দখল প্রতিরোধ ও সঠিক মালিকানা নির্ধারণে সাহায্য করে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় ও এর কর্মচারীদের ভূমি আইন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এটি সম্পত্তির সুরক্ষা, জালিয়াতি ও দখল প্রতিরোধ, জমি সংক্রান্ত বিরোধ সমাধান এবং সরকারি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে।

সিনিয়র সচিব উল্লেখ করেন, দ্রুত নগরায়ন, ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্প-কারখানা ও আবাসন নির্মাণের কারণে ভূমির প্রকৃতি ও ব্যবহার পরিবর্তিত হচ্ছে। এর ফলে কৃষিজমি, বনভূমি, জলাশয় কমছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সঠিক ব্যবহার, অবৈধ দখল প্রতিরোধ এবং বৈধ মালিকানা নিশ্চিত করতে ভূমি আইন প্রণীত হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামোর আহ্বান
অর্থ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামোর আহ্বান
রোহিঙ্গা সংকট সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব
রোহিঙ্গা সংকট সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব
নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ
নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ