টপ নিউজ
আর্জেন্টিনার সাল্টায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পি.এম.


প্রতীকী ছবি
আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাল্টা প্রদেশে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১৯২ কিলোমিটার গভীরে ছিল। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের মে মাসে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেছিল।
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চল, বিশেষ করে আন্দিজ পর্বতমালা, নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। তুলনামূলকভাবে দেশটিতে বড় ধরনের ভূমিকম্প কম হলেও এই অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতির সম্ভাবনা থাকে।
ভিওডি বাংলা/জা